মোহাম্মদ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা):দীর্ঘ ৪৮ বছর পর রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচনে আজ ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। আমরা চাইলে একসাথে মিলে অসাধারণ কিছু করতে পারি। জিয়া উল্লা মামুন, ফরম জমা দেওয়ার শেষ হবার পরপরই প্রার্থীগণ তারা গণসংযোগে মাঠে পড়ে কাজ করেছে।
তারে ধারাবাহিকতায় সাংগঠনিক সম্পাদক পদে জনাব জিয়া উল্লাহ মামুন তিনি তার সহ কর্মীদেরকে নিয়ে মাগরিব থেকে এশা পর্যন্ত প্রতিটি দোকানে দোকানে গিয়ে মানুষের দোয়া কামনা করেছে এবং সকলের কাছে দোয়া চাচ্ছে।
এই সময় সু-শিক্ষিত তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী ও সফল সাংগঠনিক জিয়া উল্লাহ মামুন তার নির্বাচনী বিশেষ কিছু ইশতেহার দিয়েছেন।
(তা নিম্নে দেওয়া হল)
(১)ঐক্য- শক্তি রায়পুর ব্যবসায়ীদের একটি ঐক্যবদ্ধ আদর্শ , ন্যায় ইনসাফ সংগঠিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।
(২)ব্যবসায়ীদের স্বার্থে সংরক্ষণে প্রশাসনিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।
(৩) সমিতির সকল সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সমতি পরিচালনা করা।
(৪)রায়পুর বণিক সমিতি হবে ব্যবসার বান্ধব সামাজিক ও মানবিক সংগঠন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত এবং তিনি রায়পুর বর্ণমালা একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ফাতেমা মেডিকেল হল পরিচালক।
কার্যকরী সদস্য ,বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট্রি, রায়পুর ,উপজেলা। মানবিক ফাউন্ডেশন লক্ষ্মীপুর।
বিশেষ উল্লেখযোগ্য কোভিড ১৯-পুরুষ্কার প্রাপ্ত ফ্রি অক্সিজেন সেবা টিম সদস্য লক্ষ্মীপুর জেলা, এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তার রয়েছে অনেক অবদান। সর্বশেষ তিনি সাংগঠনিক সম্পাদক পদে জয় যুক্ত হলে ডিজিটাল ও আধুনিক শহর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।