শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে প্রাইম গ্রুপের চেয়ারম্যান জনাব আবু জাফর আহমেদ বাবুলের গভীর শ্রদ্ধাঞ্জলি।
বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রাইম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু জাফর আহমেদ বাবুল।
এক শোকবার্তায় জনাব আবু জাফর আহমেদ বাবুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি স্বতন্ত্র পরিচিতি লাভ করেছিল। তিনি ছিলেন উন্নয়নের অগ্রযাত্রী এবং জাতীয় ঐক্যের প্রতীক।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও কর্ম আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের উন্নয়নে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।”
এই দিনে প্রাইম গ্রুপের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।