নিজস্ব প্রতিবেদক: ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই আনন্দঘন দিনে দেশের প্রতিটি ঘরে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি – এই আমাদের প্রত্যাশা।
ঈদুল আযহা আত্মত্যাগ ও উৎসর্গের এক মহান বার্তা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এই দিনে মুসলিম উম্মাহ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করে থাকেন। এই কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজেদের ভেতরের পাশবিক প্রবৃত্তি, লোভ, হিংসা ও অহংকার ত্যাগের এক অঙ্গীকার।
দৈনিক স্বাধীন কাগজ বিশ্বাস করে, ঈদুল আযহার এই শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট হই।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন পোশাক, নতুন খাবার আর প্রিয়জনদের সাথে মিলিত হওয়ার এক সুবর্ণ সুযোগ। তবে এই আনন্দের মাঝেও আমাদের মনে রাখতে হবে সেই সব মানুষদের কথা যারা নানা প্রতিকূলতার কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দেই।
দৈনিক স্বাধীন কাগজ প্রত্যাশা করে, এই ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক এক নতুন দিগন্ত। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হোক দেশের প্রতিটি মানুষ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলে শরিক হোক – এই শুভ কামনা