নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক ‘স্বাধীন কাগজ’-এর প্রকাশক ও সম্পাদক, আল আমিন সোহাগ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের কথা স্মরণ করিয়ে দেয়। হযরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই পবিত্র দিনে আমি দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”
আল আমিন সোহাগ আরও বলেন, “ত্যাগের এই উৎসবের মূল বার্তা হলো ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা এবং অন্যের প্রতি সহমর্মী হওয়া। আসুন, আমরা এই ঈদের শিক্ষাকে ধারণ করে একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গঠনে ব্রতী হই।”
তিনি ‘স্বাধীন কাগজ’-এর অগ্রযাত্রায় সকল পাঠকের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “আপনাদের অবিচল আস্থা ও ভালোবাসাই ‘স্বাধীন কাগজ’-এর চলার পথের প্রধান শক্তি। আমরা সব সময় সত্য, বস্তুনিষ্ঠ ও গণমানুষের পক্ষে সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। এই আনন্দঘন মুহূর্তে সকলের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।”
তিনি কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
সবার জীবন শান্তিময় ও আনন্দময় হোক। ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
আল আমিন সোহাগ
প্রকাশক ও সম্পাদক স্বাধীন কাগজ