মোঃ রফিকুল ইসলাম, খুলনা জেলা সংবাদদাতাঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার গতকাল পবিত্র ঈদ-উল-আযহার নামাজ শেষে কেএমপি’র খুলনার সোনাডাঙ্গা মডেল থানা, খালিশপুর থানা এবং দৌলতপুর থানা পর্যায়ক্রমে ভিজিট করেছেন। এসময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলে দায়িত্বে নিয়োজিত থাকেন। তারা যেন ঈদের আমেজ থেকে বঞ্চিত না হন সেজন্য ঈদ উপলক্ষে কেএমপি’র থানা গুলোতে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে পুলিশ কমিশনার থানার অফিসার-ফোর্সের সাথে বসে খাবার গ্রহণ করেন। প্রীতিভোজে পুলিশ কমিশনারের অংশগ্রহণ পুলিশ সদস্যদেরকে দারুণভাবে উদ্দীপ্ত করে এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের নির্বিঘ্ন ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান।