এম এ কাইয়ুম (মৌলভীবাজার জেলা সংবাদদাতা): হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাজার রোডে সিলেট হবিগঞ্জ এক্সপ্রেস বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, মৌলভীবাজারের বাস হবিগঞ্জে ডোকতে দেওয়া হয় না। গতকাল মৌলভীবাজারের একটি বাস হবিগঞ্জে আটক করে ড্রাইভার সহ হেল্পার কে মারধর পর্যন্ত করা হয়।
শ্রীমঙ্গল-শেরপুর রুটের বাসের সাথে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরোধের জেরে এই পরিবহন সঙ্কট তৈরি হয়েছে।
এ ঘটনায় দুই পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে বিরোদের কারণে হবিগঞ্জ-সিলেট বাস চলাচল আপাতত বন্ধ রয়েছে।
এই পরিবহন বন্ধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা। সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের প্রতি দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।