মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): কেএমপি’র খালিশপুর থানা পুলিশ ২০ জুলাই ২০২৫ তারিখ রাতে গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিআর নং-৪২৪/২৩, তারিখ-১০ জুলাই, ২০২৩; (যশোর, অভয়নগর), ধারা-এনআইএ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ মূলে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম শাহীন, পিতা-আব্দুর রশিদ, সাং-পোলপাড়া মেইন রোড, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।