মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): অদ্য ২১/০৭/২০২৫ খ্রি. তারিখ হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন, খুলনা এর আওতাধীন বাগেরহাট ও খুলনা জেলার সীমান্তবর্তী কুদির বটতলা নামক স্থানে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বিআারটিএ,খুলনার নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ বাস-খুলনা মেট্রো-জ-০৫-০০২১ ডাম্পিং এ প্রেরন করা হয়।
০১টি বাস ঢাকা মেট্রো-ব-১১- ৯৩৫৯ আটক রাখার নির্দেশ প্রদান করেন। এছাড়া বিভিন্ন ধরনের ১০ টি যানবাহনে অভিযান পরিচালনা করে ২১,০০০০/-(একুশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন।