মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): আমরা আল্লাহর পক্ষ থেকে আমরাএক নেয়ামত পেয়েছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি যে সংগঠনটি এই মানের একজন যোগ্য নেতাকে আমাদের এই আসনের এম পি প্রার্থী হিসেবে ডক্টর রেজাউল করিম ভাইকে নির্ধারণ করেছেন।
যিনি একাধারে একজন ডক্টরের ডিগ্রী ধারী, আবার সামাজিক কাজের জন্য অগ্রগামী একইসাথে যে কোন বিষয়ের পরিপূর্ণ একজন বিশ্লেষক।
আমি আশা করি এ আসনের মানুষ তার মত যোগ্য একজন ব্যক্তি কে সংসদ ভবনে নেতৃত্ব দেয়ার জন্য তার মত যোগ্যতা সম্পন্ন কাউকে পাবে না। আসুন আমরা দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ আসনটাকে রেজাউল করিম ভাইয়ের নেতৃত্বে উন্নয়নের শিখরে আবির্ভূত করি এবং আমরা পরকালের মুক্তি নিশ্চিত করি।