মো :মুক্তাদির রহমান শুভ (নারায়ণগঞ্জ সদরসংবাদদাতা): নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।
আটককৃতরা হলো বন্দরের বাড়ইপাড়া এলাকার নূর আলম ও তল্লা এলাকার পাপ্পু।
এসময় জব্দ করা হয়েছে রামদা, বগি, চাইনিজ কুড়াল, ছুরিসহ বিভিন্ন ধরনের ২৭ টি ধারালো অস্ত্র, ৩ পুরিয়া হেরোইন, ৬৭ পিছ ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৫১ টাকা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাদ্দাম মল্লিক জানান, রাতে কালিরবাজার চারারগোপ পোর্ট রোড এলাকায় শীতলক্ষ্যার তীরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, মাদক, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।