শনিবার , ১৪ জুন ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মানবেতর জীবন কাটানো কাঙালিনী সুফিয়ার পাশে সাভার পৌর প্রার্থী মেয়র মোঃ খোরশেদ আলম

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ১৪, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সাগর বাদশা (স্টাফ রির্পোটার):  শনিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার ভাড়াকৃত বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন মোঃ খোরশেদ আলম।

এ সময় সুফিয়া কাঙালিনী বলেন,চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এই খোরশেদ ভাই, যখন কমিশনার ছিলেন তখনও আমাকে সাহায্য করেছেন।এসময় তিনি আরো বলেন, শহদী রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে টাকার মালা দিয়েছিলেন।

বিএনপি নেতা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খোরশেদ বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় সাভারের বিভিন্ন অসুস্থ মানুষের পাশে চিকিৎসা সহায়তা নিয়ে দাঁড়াচ্ছি। তারই অংশ হিসেবে আজ শিল্পী কাঙালিনী সুফিয়ার বাসায় এসে বিএনপির পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করি এবং তার চিকিৎসার দায়িত্ব নেই।

তিনি আরো বলেন,জীবিত থাকাকালীন সকল চিকিৎসার ব্যয়ভার আমি নিলাম।

এসময় অন্যান্যের মধ্যে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ডের মোঃ ইয়ার রহমান উজ্জ্বল, ৮নং ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লা, ৭নং ওয়ার্ডের মোঃ ইউনুস খান,সাভার পৌর ছাএদল সভাপতি পদপ্রার্থী নাঈম খান তাজ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত