মোল্লাহাটে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা সভা
মোঃ গিয়াস উদ্দিন, বাগেরহাট প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদের হাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বর্ণাঢ্য নির্বাচনী আলোচনা সভা। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে বিএনপি নেতা লায়ন জিয়াউর রহমান জিয়ার ব্যক্তিগত কার্যালয়, যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কেন্দ্র হিসেবে পরিচিত।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়জুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া এবং বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মোল্লাহাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন জিয়াউর রহমান জিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন গাওলা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ঐক্য এবং কর্মীসচেতনতা অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সকলের ভূমিকা জরুরি।”
লায়ন জিয়াউর রহমান জিয়া বলেন, “চাঁদের হাট আমাদের ঐতিহ্যবাহী সংগঠনিক ঘাঁটি। এখান থেকেই সূচনা হবে আগামী দিনের সাংগঠনিক কর্মপ্রবাহের।”
সভা শেষে আসন্ন নির্বাচনের রণকৌশল, ওয়ার্ডভিত্তিক দায়িত্ব বণ্টন, প্রচার-প্রচারণা ও কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই সভার মাধ্যমে বিএনপির মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।