মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): ১৬ জুন ২০২৫ সোমবার লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার রায়পুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি রায়পুর থানা, রায়পুর ইউনিয়ন পরিষদ, রায়পুর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এছাড়া তিনি রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও তদারকি করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ইমরান খান,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা,জেলা কালেক্টরেটের সহকারী কমিশনারগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।