মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): গভীর দুঃখ ও বিষাদের সঙ্গে জানানো যাচ্ছে, হাতিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ইশরাত জাহান শান্তা আজ সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নি*হত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সে পরীক্ষার উদ্দেশ্যে বাবার স্কুটারে কলেজে আসার পথে দুর্ঘটনার শিকার হন। চলন্ত স্কুটারের চাকার সঙ্গে তার বোরকা পেঁচিয়ে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শাড়ি, ওড়না বা বোরকা পরিধান করে স্কুটারে যাতায়াতের সময় ছাত্রীরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে—এই অনুরোধ রইল। শান্তার শোকাহত পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা আমাদের নেই।