রবিবার , ২২ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

শাপলা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ২২, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শাপলা প্রতীকে তাদের দল নির্বাচনে অংশ নেবে

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি। ১০৫টি উপজেলা ও ২৫টি জেলা কমিটি হয়েছে এনসিপির। এছাড়াও প্রতিটি উপজেলায় ২০০ জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা ও উপজেলায় অফিস নিতে হয় সেটার অফিসিয়াল চুক্তির কাগজ, গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছি।’

তিনি বলেন, ‘গঠনতন্ত্র আগের দিন আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে।’

নির্বাচনে জোট করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘এখন জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে। ড. ইউনূস জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐকমত্যের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনো প্রধান প্রায়রিটি সংস্কার। সংস্কারের ওপর নির্ভর করে নির্বাচনের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

শাপলা প্রতীকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশনের আইনগুলো আমরা পর্যালোচনা করেছি। দেখেছি সে আইনগুলোতে এ ধরনের কোনো বাধা বা নিষেধ নেই। আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে।’

‘শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেবো। জাতীয় প্রতীক কেবল শাপলা নয়। শাপলা, ধানের শীষ, তারকা– এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। সেক্ষেত্রে ধানের শীষ, তারকা বা তারা – এ দুটোও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা দেখি না,’ যোগ করেন তিনি।

নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি। নদীমাতৃক বাংলাদেশের সবার কাছে পরিচিত শাপলা। সাধারণের দল হিসেবে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আবেদন করেছি।’

তিনি বলেন, ‘আমরা জোর দাবি জানিয়েছি প্রবাসীদের ভোটাধিকার যেকোনো মূল্যে যেন রক্ষা হয়। এখনো ইসি সিদ্ধান্ত নেয়নি কোন প্রক্রিয়ায় হবে। দ্রুত সময়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।’

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খুলনার রূপসায়, আলাইপুরের গরুর হাট জমতে শুরু করেছে

আইন, অধিকার ও মানবাধিকার

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩

রায়পুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকাচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারশিপ এন্ড রেসিলিশন সভা অনুষ্ঠিত হয়

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ; জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগ

খুলনায় ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে জাবিতে মশাল মিছিল

মুক্তিযুদ্ধের ৩নম্বর সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল(অব:) কেএম সফিউল্লাহ(বীরউত্তম) আর নেই

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফতুল্লায় বিএনপির জনসমাবেশ