মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনায় পুলিশের এস আই সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এঘটনা ঘটে। খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়; পরে রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এব্যাপারে রাত ১১টার দিকে সর্বশেষ খবর জানতে খানজাহান আলী থানার ওসি কবির হোসেন ও কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারকে মোবাইল করলেও কল রিসিভ করেননি তারা। অভিযুক্ত এসআই সুকান্ত দাশ খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনার বাড়ীতে ভাঙচুরের ঘটনায় সদর থানায় করা মামলার ১নং আসামী। এছাড়াও নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে দায়েরকৃত তিনটি মামলার আসামী তিনি। স্থানীয়রা জানান, নগরীর ইস্টার্ন গেট এলাকায় বিএনপি’র একটি কর্মসূচি ছিল।
এসময় সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এস আই সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাড়িয়ে যাত্রী ওঠানোর সময় বিএনপি’র কিছু নেতাকর্মী সুকান্তকে গাড়ি থেকে বের করে মারপিট করে। পরে বিএনপি’র সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন। বিকালে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেছিলেন, নিরাপত্তার জন্য এস আই সুকান্তকে হেফাজতে রাখা হয়েছে। শরীরে তেমন আঘাত লাগেনি, শুধু গায়ের টি-শার্ট ছিড়ে গেছে।
রাত ১১টার দিকে ওসি কবির হোসেন ও কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের ব্যবহৃত সরকারি নম্বরে কল করলেও তারা রিসিভ করেননি। খানজাহান আলী থানার ডিউটি অফিসার এএসআই মো. হযরত আলী থানার ব্যবহৃত নম্বরে কল রিসিভ করলেও কোনো মন্তব্য করেননি তিনি। তবে স্থানীয় ও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, রাতের আঁধারে এস আই সুকান্ত দাশকে ছেড়ে দিয়েছে পুলিশ। এতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।