মোহাম্মদ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবু বলেন, মাঝে মাঝে হারিয়ে যেতে হয় , সব কিছু থেকে পালিয়ে যেতে হয়, জীবনের রেসে বিরতি নিয়ে নিজেকে একটু অবসর দিতে হয়।
মাথা উঁচু করে চলতে চলতে ঘাড় ব্যথা করে , তখন মাথাটা নিচু করে খানিকটা সময় ঘাড়টাকে রেস্ট দিতে হয়। মাথা উঁচু রাখার জন্য কিছু সময় মাথা নিচু করতে হয় ।
জোরে ছুটতে হলে একটু সময় অপেক্ষা করে ফুসফুসটাকে তাজা করে নিতে হয়। এই খানিকটা অবসর অলসতা না, পিছিয়ে পড়া না , বরং জীবনের অংশ , হয়ত সব চেয়ে প্রয়োজনীয় অংশ।