বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ২৬, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা):  খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অনুপস্থিত কর্মীদের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

২০৬ জন অনুমোদিত জনবলের বিপরীতে কর্মরত মাত্র ১০৭ জন। ১৮টি মেডিকেল অফিসারের স্থলে মাত্র ৫ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন, যা ২ লাখের বেশি মানুষের জন্য একেবারেই অপ্রতুল।

২০২২ সালে নিয়োগপ্রাপ্ত গাইনী চিকিৎসক ডা. ফাতেমা জোহরা সিজারিয়ান অপারেশন শুরু করলেও কিছুদিন পর বদলি হয়ে গেলে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। হাসপাতালটিতে নেই আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ল্যাব টেকনিশিয়ান ও কার্যকর এক্স-রে সুবিধা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সীমিত জনবল ও সরঞ্জামে ওভারডিউটি করে কোনোমতে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠন ও স্থানীয়দের দাবি, দ্রুত গাইনী বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় চিকিৎসক ও অবকাঠামো উন্নয়ন না হলে কয়রাবাসীর স্বাস্থ্যসেবা ভয়াবহ অবস্থায় পড়বে।

সর্বশেষ - সংবাদ