মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
হেল্প ডেস্কের স্থানসমূহের মধ্যে রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ আলিয়া মাদ্রাসা। এমন আয়োজন দেখে অভিবাবকের মনের মধ্যে আনন্দ বিরাজ করেছে অতীতে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং যারা এসেছেন তাদেরকে এমনভাবে আয়োজন করা হতো না। এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমন আয়োজন দেখে অভিভাবক বিন্দুগণ তাদেরকে অভিনন্দন জানাচ্ছে।
পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়, বিশুদ্ধ পানি, কলম, মাস্ক, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, টিস্যু। উক্ত হেল্প ডেস্ক কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নাজমুল ইসলাম পাটোয়ারী, সাবেক জেলা সভাপতি জহিরুল ইসলাম আদনান, বর্তমান জেলা সেক্রেটারি আরমান হোসাইনসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় ছাত্রসমাজের কল্যাণে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।