মোহাম্মদ রফিকুল ইসলাম,( খুলনা জেলা সংবাদদাতাঃ) খুলনায় একই দিনে পরপর চারটি ভয়াবহ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। গুলি, জবাই ও কুপিয়ে হত্যাসহ একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। খালিশপুরে কুপিয়ে জখম : দুপুর ২টার দিকে নগরীর খালিশপুর জংশন মোড়ে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই উত্তেজিত ছাত্র-জনতা দুই হামলাকারীকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রাজবাধে জবাই করে হত্যা : হরিণটানা থানাধীন রাজবাধ দক্ষিণপাড়া এলাকায় বাবলু দত্ত নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়। রাত আনুমানিক ১১টার দিকে তার বাসার পাশের একটি ফাঁকা প্লট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপসায় গুলিতে নিহত ১, আহত ৩ : রাতের দিকে খুলনার রূপসা উপজেলায় একদল দুর্বৃত্ত তিনজনকে গুলি করে। এতে নগরীর শেখপাড়া এলাকার যুবক সাব্বির নিহত হয়। জানা যায়, তার মাথায় ১০টির বেশি গুলি করা হয়।
এছাড়াও অপর একজনকে গুলি করে গুরুতর আহত করা হলে তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। একদিনে একাধিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় থমকে গেছে খুলনার স্বাভাবিক জনজীবন। নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। নগরবাসীর প্রশ্ন—নিরাপত্তা কোথায়?