জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, মিয়ানমার এর আগে রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশের ওপর চাপিয়েছে। এখন মিয়ানমার যদি সেন্ট মার্টিন দখলে নেয় তবে সেটি বাংলাদেশ সরকার কোনো মহত্ত্বের কারণে ছেড়ে দেবে কি না, সে সম্পর্কে আমরা জানি না। এমন পরিস্থিতি নিয়ে সরকারের উচিত জনগণের সামনে কথা বলা।
শনিবার (১৫ জুন) বিকেলে চার দিনের সফরে রংপুরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘সেন্ট মার্টিনে এসে তারা আমাদের দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়ে উদ্বেগ নেই সরকারের।’ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
বর্তমান বাজেটকে ‘দুর্বৃত্ত সহায়ক’ উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘এ বাজেটের মাধ্যমে দুষ্টের পালন ও শিষ্টের দমন হয়েছে।
সরকারের লোকজন লুটপাট করে ধনী হচ্ছে এবং সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে।’
এ সময় তিনি আরো বলেন, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় মেগাপ্রকল্প করা হয়েছে। অথচ আমাদের দেশে মূল্যস্থিতি বড় সমস্যা। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, মানুষ চরম সমস্যায় আছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া প্রমুখ।