মোহাম্মদ নুর আলম আকন্দ:
জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ব্যতীত উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক ও মিখ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
উপর্যুক্ত বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ যাচাইকালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক এবং অভ্যাসগতভাবে দাখিল করা হচ্ছে। অনেক অভিযোগ ইতঃপূর্বে যাচাই-বাছাইয়ে মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও একই ব্যক্তি কর্তৃক পুনঃপুন অভিযোগ করা হচ্ছে। এ ধরনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রচুর সময় ও সরকারি অর্থের অপচয় হয়। অধিকন্তু এমন উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক অভিযোগের কারণে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাগণ এই বৃদ্ধ বয়সে হয়রানির শিকার হচ্ছেন।
২। বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভায় উপস্থাপন করা হলে, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের বা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৩। এমতাবস্থায়, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ব্যতীত উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক এবং অভ্যাসগতভাবে অভিযোগ দাখিল থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের/ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।