মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): ঘটনাস্থল -শাহরাস্তি মডেল থানাধীন যাদবপুর পূর্বপাড়াস্থ আসামির পশ্চিমমুখী টিনের চৌচালা ছাউনি ও টিনের বেড়াযুক্ত ০১ কক্ষের বসতঘরের ভিতর।
বিষয় – মাদকদ্রব্য উদ্ধার নিয়মিত মামলা রুজু। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ – একটি পলিথিনে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ১০ পিস। আটককৃত ব্যক্তির পরিচয় – মো: বেলায়েত হোসেন(৩০) গ্রেফতার।
পিতা : মো: হাসান আহমদ সাং- যাদবপুর, পূর্ব পাড়া,ডাক্তার বশিরের বাড়ী,০৩ নং ওয়ার্ড, রায়শ্রী উত্তর ইউনিয়ন, থানা – শাহরাস্তি মডেল। জেলা- -চাঁদপুর। গৃহীত আইনগত ব্যবস্থা- অদ্য ১৩/০৭/২০২৫ তারিখে ইন্সপেক্টর মহোদয় মো: তাজুল ইসলাম আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।