মোহাম্মদ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): জামালপুরের মাদারগঞ্জে হত্যাকান্ডে জড়িত-১ মাদককারবারি-২ ও চাঁদাবাজির অভিযোগেসহ ৬ জনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার গোপন সংবাদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকালে আটকৃত ছয়জনকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
আটকৃতদের মধ্যে কোয়ালিকান্দি এলাকায় চাঞ্চল্যকর মাসুদ প্রামাণিক হত্যা সন্দেহজনক হিসেবে মৃত আলতাফুর এর ছেলে প্রবাসী ফরিদুল কে তেঘরিয়া থেকে আটক করা হয়। উপজেলার চরবওলা এলাকার বাবু (৩০) ও চরনগর এলাকার আজিজুল সরদার (৪০) মাদককারবারী হিসেবে আটক করা হয় । তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চাঁদাবাজির অভিযোগে বালিজুড়ী পন্ডিত পাড়ার ইয়াকুব (৩৫) ও পূর্ব তারতাপাড়া এলাকার সাকিব আল হাসান (২৩) কে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর আওতায় জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। উপজেলার কামারিয়া এলাকা থেকে কাশু প্রামাণিকের ছেলে খোকন (২৫) কে নারী ও শিশু নির্যাতন দমন আইন এ আটক করে পুলিশ।
আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাঞ্চল্যকর মাসুদ হত্যাকান্ডে জড়িত সন্দেহে ফরিদুল কে আটক করা হয়েছে, চিকিৎসাধীন রুবেল সুস্থ হলে বিস্তারিত জানা যাবে । আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।