মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): ইন্ডাস্ট্রিয়াল বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কর্তিক রায়পুর বাজার-বনিক সমিতি নির্বাচন ২০২৫ ইং নির্বাচিত সদস্যদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের।
আয়োজন করে IBWF রায়পুর পৌরসভা শাখা। প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুর উপজেলা নির্বাহী পরিচালক জনাব ইমরান হোসেন। প্রধান বক্তা জনাব এ আর হাফিজউল্যা।
বিশেষ অতিথির বক্তব্যেঃ- উপজেলা কৃষিবিদ- জনাব মাজেদুল ইসলাম। রায়পুর থানা ইনচার্জ- জনাব মিজান হোসেন ভুঁইয়া। পৌর প্রশাসক:- জনাব মাসউদ মোরশেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন রায়পুর বনিক সমিতি নির্বাচন ২০২৫ অংশগ্রহণকারি ৫৫ জন প্রার্থী এবং সাধারণ ব্যবসায়ী বৃন্দ। প্রোগ্রামের সভাপতিত্ব করেন রায়পুর পৌরসভা IBWF এর সভাপতি মু. ফজলুল করিম।