মোঃ হাসান (জেলা সংবাদদাতা লক্ষ্মীপুর): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দ্বগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩:৩০ মিঃ দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে গ্রামের বাড়িতে লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়নে শোকের মাতম চলছে। তার ক্লাসে সে ফার্স্ট বয় ছিল।
সায়ানের মা বাবা দুইজনেই মাইল স্টেশনে শিক্ষকতা করতেন। তার এই মৃত্যুতে কোন ভাবেই তার পরিবার পরিজন মেনে নিতে পারছেন না। আল্লাহ পাক রাব্বুল আলামীন তাকে শহীদি মর্যাদা দান করুক।