মো:আরাফাত মিয়া (মেলান্দহ উপজেলা সংবাদদাতা): জামালপুর জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নে পুলিশি অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক ব্যসায়ীকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে ২জন পুরুষ ও এক জন নারী। আটককৃতরা হলো ওই ইউনিয়নের হাটু ভাঙ্গা গ্রামের বাসিন্দা, বালাই, বালাই এর স্ত্রী মাধবী ও শাকিল৷ তারা সবাই মাদক বিক্রির সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার দিকপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রাম থেকে তাদের আটক করা হয়। জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোহেব্বুল্লাহ জানান , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে দিকপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময এক নারী ও ২জন পুরুষসহ তিনজনকে আটক করা হয়। তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।