সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

তারুণ্যের উৎসব ঘিরে কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী বোর্ডের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২৮, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

উওম বিশ্বাস (জলঢাকা উপজেলা সংবাদদাতা):  ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আয়োজিত হলো একটি ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর কালিকাপুর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছাতে চাই।

তারুণ্যকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার।” ক্যাম্পেইনে অংশ নেন উত্তর শালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শালডাঙ্গা মুসলিম শাহী দাখিল মাদ্রাসা ও আশেপাশের এলাকার কয়েকশত মানুষ। তিন শতাধিক ব্যক্তি সরাসরি প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রদানকৃত সেবার মধ্যে ছিল, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস (রক্তে শর্করা) পরীক্ষা, ওজন পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পরামর্শ।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বলেন, শিশুদের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে স্থানীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব। আলোচনায় অংশ নেন সশস্ত্র বাহিনী বোর্ডের মেডিকেল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম। একজন অভিভাবক বলেন, “আমরা যারা গ্রামে থাকি, তাদের পক্ষে নিয়মিত শহরে গিয়ে চিকিৎসা নেয়া সম্ভব হয় না।

আজকের ক্যাম্পেইনে এসে অনেক উপকার পেয়েছি।” স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকরা মত প্রকাশ করেন, “এই ধরনের উদ্যোগ তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা দেওয়ার পাশাপাশি একটি স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।” মেজর নাজমুল হুদা জানান, “আগামীতে জেলার অন্যান্য উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও এমন স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্কুলভিত্তিক সচেতনতা কর্মসূচিও গ্রহণ করা হবে।”

সর্বশেষ - সংবাদ