মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা) লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে টাকা উত্তোলনের কিছুক্ষণ পরই এক নারী গ্রাহকের ৬৪ হাজার টাকা চুরি হয়ে গেছে। এখানে প্রায়ই ঘটনাগুলি ঘটে থাকে ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী নারী গ্রাহক জানিয়েছেন, তিনি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই অজ্ঞাত চক্রের সদস্যরা কৌশলে তার টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় সন্দেহ প্রকাশ করা হয়েছে এক মহিলার দিকে, যাকে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজেও দেখা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ছবিতে থাকা এই সন্দেহভাজন মহিলা পূর্বেও বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় জড়িত ছিলেন এবং সিসি ক্যামেরায় ধরা পড়েছেন। তবে এতদিনেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে পারেনি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।