উওম বিশ্বাস (জলঢাকা উপজেলা সংবাদদাতা) দিনাজপুরের পার্বতীপুরে লটারি বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লটারির ড্রামবোঝাই মোট ৯টি গাড়ি আটক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মেলায় সাধারণ মানুষের বিনোদনের জন্য নানা আয়োজন থাকলেও লটারি, হাউজি কিংবা যেকোনো ধরনের জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
এর বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, “জুয়া সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। পার্বতীপুরে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।
” অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি চালানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।