উওম বিশ্বাস (জলঢাকা উপজেলা সংবাদদাতা): নীলফামারী, ২৮ জুলাই ২০২৫: আজ সোমবার বিকাল ৪:০০টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলার রোভার নির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নায়িরুজ্জামান। এতে স্কাউটস কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান আহমেদ, কমিশনার এ কে এম মাহবুবুজ্জামান এবং জেলা রোভার নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে অংশগ্রহণকারীরা স্কাউট আন্দোলনের ধারাবাহিক অগ্রযাত্রা ও উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।