মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সাথে খুলনা বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের এবং বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সচিব দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাগণ কি ধরনের ভূমিকা পালন করবেন, তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ খুলনা বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের এবং বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান এবং খুলনাস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধান কর্মকর্তাবৃন্দ।