মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু শারীরিক অসুস্থতার জন্য থাইল্যান্ডে চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন, এখন তিনি তার নিজ বাড়িতে অবস্থান করছেন।
দৈনিক স্বাধীন কাগজের পক্ষ থেকে তার খোঁজখবর নিতে গেলে দেখা যায়, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা তাকে দেখতে যাচ্ছেন এবং শারীরিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে, ৩ নং নৈহাটি ইউনিয়ন সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে দেখতে জান, এবং তার শারীরিক খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও টি-এস-বি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৩ নং নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াছুর রহমান ইলি, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বনি আমিন সোহাগ, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ফরহাদ হোসেন, বিএনপি নেতা বাবুল শেখ, নৈহাটি ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য, সার্চ কমিটির সদস্য আফসার হোসেন, শামীম আহমেদ, বিএনপি নেতা কবীর শেখ, আবুল হোসেন রাজু, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোঃ সবুজ সেখ, মোহাম্মদ নূরুল ইসলাম শেখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।