শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে আগামী নির্বাচন কে বানচাল করা যাবে না : সোহেল মাহামুদ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ২২, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুক্তাদির রহমান শুভ (নারায়ণগঞ্জ সদর  সংবাদদাতা): দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শুক্রবার বাদ আসর শহরের ডি আই টি বিএনপি কার্যালয়ে নারায়ণগঞ্জ সদর থানা জিসাস এর আয়োজনে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক নারায়ণগঞ্জের পৌর জিসাস এর সভাপতি, কেন্দ্রীয় জিসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সভাপতি মোঃ সোহেল মাহামুদ বলেন, আমরা আপোষহীন এমন নেত্রীর সৈনিক যার ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। যার জন্মদিনে আমরা তার নেক ও দীর্ঘায়িত হায়াত কামনা করি। আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী এবং আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত নায়ক চেয়ারম্যান তারেক রহমান হাতে গড়ে উঠবে নতুন শুদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ।

তিনি এনসিপি ও জামায়াত ইসলাম সম্পর্কে বলেন, একই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই নাটকীয় ভাবে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি / এনসিপি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো সেটা জনগণের সামনে একটা কুয়াশা আবরন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আদর্শের দল, যার মূল ভিত্তি হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই দলটি আল্লাহর উপর আস্থা, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শে বিশ্বাসী। আমাদের দলের মূল লক্ষ্য একটি জাতীয়তাবাদী আদর্শের অধীনে মানুষকে ঐক্যবদ্ধ করা। আমাদের আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ । আমাদের দল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে।

নারায়ণগঞ্জ সদর থানা জিসাস সভাপতি আসাদুল হাসান বিপুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম রেজার উদ্যোগে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠিক সিকদার বাপ্পি, শহীদ জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইকবাল মাহমুদ, কেন্দ্রীয় জিসাস সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জিসাস সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সহ সভাপতি আবুল কাশেম, মুন্সিগঞ্জ জেলা জিসাস সভাপতি আলহাজ্ব আব্দুল গাফ্ফার খাঁন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা জিসাস -এর সিন:সহ-সভাপতি মেজবাহ তাহসিন, সহ সভাপতি তাহমিদ আবরার আলিফ, সাইফুল ইসলাম সাজ্জাদ, মোস্তফা ফয়সাল, আজমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন ভূঁইয়া, মাসুক মুস্তফা নাফি, সাফিওন জিসাদ, সাংগঠনিক সম্পাদক প্রীতিব মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হিমেল, দপ্তর সম্পাদক সাহফিন আহমেদ, প্রচার সম্পাদক হিমু আহমেদ, সহ প্রচার সম্পাদক ফয়সাল, রিশাদ খানসহ জেলা ও মহানগর জিসাস নেতাকর্মী বৃন্দ। বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিশ্ব মুসলিম এর শান্তি কামনা করা হয়। পরবর্তীতে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

সর্বশেষ - সংবাদ