বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

লক্ষ্মীপুরে মর্মান্তিক দুর্ঘটনা: আনন্দ পরিণত হলো বিষাদে একে পরিবারের ৭ জনের মৃত্যু

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ৬, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন সদস্যের করুণ মৃত্যু হয়েছে।

বিদেশ ফেরত স্বজনকে বরণ করে নেওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। স্থানীয়দের তথ্যমতে, গতকাল রাতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের নারী ও শিশুসহ ৭ জন প্রাণ হারান।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা। যারা হাসিমুখে তাদের প্রিয়জনকে বরণ করে নিতে যাচ্ছিলেন, তাদের এমন করুণ পরিণতি মেনে নেওয়া সত্যিই কঠিন। নিহতদের স্বজনদের প্রতি রইলো (দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার পক্ষ থেকে )গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন এবং নিহতদের জান্নাত নসিব করেন। আমাদের সবার প্রার্থনা, এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে। আসুন, আমরা সকলে সড়ক ব্যবহারে আরও সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। লক্ষ্মীপুর, নোয়াখালী, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার, সড়ক দুর্ঘটনা, শোক।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত