সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা) পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ সোমবার আগষ্ট দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় সংবাদ সম্মেলনে শাহপাড়া গ্রামের মোঃ আবু তালেব গাইন লিখিত বক্তব্যে বলেন,

একই এলাকার মৃত আবু বক্কর গাইনের ছেলে রবিউল গাইন ও দাউদ গাইনের ছেলে নুর ইসলাম গাইনের সহযোগিতায় গত ১১ জুন আমার ছেলে মোঃ আহসানউল্লাহকে নিয়ে শাহীন সরদারের মেয়ে সাদিয়া খাতুনের সাথে এ্যাডভোকেট এর মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করা হয়।

বিয়ের সময় সাদিয়া খাতুন বাড়িতে ছিলেন, পরবর্তীতে নুর ইসলাম ও রবিউল গাইন বাড়িতে গিয়ে সাদিয়াকে সই করান। ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ২২ জুন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাদিয়ার দাদা রমজান আলীর মধ্যস্থতায় উভয়ের বয়স কম থাকায় বিবাহ বিচ্ছেদের লক্ষ্যে এক লক্ষ ৬০ হাজার টাকা দেনমোহর পরিশোধ করা হয়। বিষয়টি উপস্থিত সবাই অবগত আছেন।

তিনি আরো বলেন, ২৬ জুন থেকে আমার ছেলে আহসানউল্লাহর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু ১৬ জুলাই মেয়ের ফুফু একই এলাকার মোছাঃ জাহানারা খাতুন আমার ছেলেকে তাহার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং পরদিন সকালে মেয়ের পরিবার এলাকায় প্রচার করে তাদের মেয়ে নিখোঁজ।

এদিন বিকালে ষড়যন্ত্র করে জুলেখা মেম্বার আমার ছেলে আহসানউল্লাহ কে তেতুলিয়ায় তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করায় এবং পরে ঢাকায় অবস্থানরত রবিউল গাইনের কাছে পাঠিয়ে দেয়।

২২ জুলাই সাদিয়া খাতুনকেও ঢাকায় রবিউল গাইনের কাছে পাঠানো হয়। পরে ২ আগস্ট আহসানউল্লাহর ফোনের মাধ্যমে রবিউলের নির্যাতনের কথা জেনে আমি ঢাকায় গিয়ে কৌশলে ছেলে আহসানউল্লাহ ও সাদিয়াকে এলাকায় ফিরিয়ে এনে সাদিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

কিন্তু মেয়ের পিতা শাহীন সরদার তা না মেনে পুনরায় মেয়েকে আবু তালেবের বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে মেয়ের জামাই নুর হোসেনের মাধ্যমে পিতা শাহীন সরদারের বাড়ি ফেরত পাঠানো হয় সাদিয়াকে।

সংবাদ সম্মেলনে মোঃ আবু তালেব গাইন দাবি করেন, এ ঘটনায় তার নামে গত ১০ আগস্ট প্রেসক্লাব পাইকগাছায় সাদিয়া যে সংবাদ সম্মেলনটি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

একারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিষয়টি তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার জিরোপয়েন্টে যাদব ঘোষ ডেয়ারিকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ আদালতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহেরা নাজনীন। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব উদয় কুমার মন্ডল।

এ সময় যাদব ঘোষ ডেয়ারির মালিক ব্রজেন ঘোষকে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য উৎপাদন যা জনগণের স্বাস্থ্যের জন্য হানিকর ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ সময় পঁচা মিষ্টি ধ্বংস করা হয়।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও হিরণম্ময় ব্যানার্জি প্রমুখ।

সর্বশেষ - সংবাদ