মোঃ হাসান ( লক্ষীপুর জেলা সংবাদদাতা): দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ টি দুস্থ পরিবারের নিকট ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
১৪ ই আগস্ট রোজ : বৃহস্প্রতিবার দুপুর বেলায় , লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ টি দুস্থ পরিবারের নিকট দুই বান্ডেল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সব সময় প্রস্তুত।
এর অংশ হিসেবে রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জনকে এই সহায়তা প্রদান করা হয়েছে , যাতে তারা পুনরায় নিরাপদ বসবাসের যোগ্য আবাসন গড়ে তুলতে পারেন। অসহায় ও দূস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদানের সময় , এতে উপস্থিত ছিলেন , রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া , রায়পুর বণিক সমিতির সভাপতি , সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হাই সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুর্যোগকালীন সময়ে প্রশাসন ও সরকারের এই উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা।