রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

প্রধান শিক্ষককে পিটিয়ে শিক্ষার্থী শ্রীঘরে

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৭, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ ইসমাইল (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুরের মেলান্দহ উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের রুকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সেলিমকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে এক সাবেক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের গেটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই সাবেক শিক্ষার্থীর নাম রবিন।

তিনি রুকনাই দক্ষিণ পাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুল আলম জানান, হঠাৎ করেই রবিন আক্রমণ করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিদ্যালয়ের কক্ষে বেঁধে রাখে এবং পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত রবিন জানায়, পূর্ব শত্রুতা নয়। সেলিম মাস্টার আওয়ামী লীগের দোসর। তাই তাকে আক্রমণ করেছি।

ঘটনার বিষয়ে গোলাম মোস্তফা সেলিম বলেন, ঘটনা সত্য। রবিন আমার ছাত্র। কেন আক্রমণ করেছে, জানি না। তবে আমার কোনো অভিযোগ নেই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম কালবেলাকে জানান, রবিনকে আটক করে স্বীকারোক্তির ভিত্তিতে ৫৪ ধারায় জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে নিয়মিত মামলা করা হবে।

সর্বশেষ - সংবাদ