সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

চন্দ্রগঞ্জে ফেসবুক ফাঁদে ফেলে অপহরণ: আটক ৪, জন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৪, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রকাশ্যে এক ব্যক্তিকে অপহরণ, মারধর এবং মোবাইল ফোন ও অর্থ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৩ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন (১৪ জুলাই) ভিকটিম শহিদুল ইসলাম চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিম শহিদুল নোয়াখালী জেলার সুধারাম থানার ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

তার পিতার নাম মৃত আব্দুল কাদের। ফেসবুক ফাঁদে ফেলে অপহরণ স্থানীয় সূত্র জানায়, অপহরণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া (ফেইক) আইডি খুলে শহিদুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে দেখা করার নাম করে তাকে চন্দ্রগঞ্জে ডেকে আনে। শহিদুল সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়।

ভিকটিম শহিদুল ইসলাম জানান, “আমি চন্দ্রগঞ্জ পৌঁছালে একদল লোক আমার পথ আটকে অপহরণ করে নিয়ে যায়।” মারধর ও চাঁদাবাজির অভিযোগ অপহরণকারীরা তাকে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকার ধোপাঘাটা স্টিল ব্রিজের পূর্ব পাশে একটি দোকানের পেছনে আটক রাখে। সেখানেই মারধরের পাশাপাশি তার মোবাইল ফোন থেকে তার চাচা বেলায়েত উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

একইসঙ্গে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। শহিদুলের দাবি, নজরুল ইসলাম নামের অভিযুক্ত এক ব্যক্তি তার কাছ থেকে জোরপূর্বক ২৫ হাজার টাকা এবং একটি VIVO Y17S মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেয়। গ্রেফতার ৪, পলাতক নজরুল মামলায় নাম উল্লেখসহ ৫ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— ওমর ফারুক (২৩), লতিফপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে রুমান আহমেদ রতন (২২), পাঁচপাড়া গ্রামের বশির আহমদের ছেলে সিফাত হোসেন (১৮), ভৈবরনগর গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে মো. অনিক (১৮), পটুয়াখালীর পখিয়া গ্রামের মজনু মৃধার ছেলে, বর্তমানে লতিফপুরে শহীদের মুরগির ফার্মে কাজ করতেন পঞ্চম আসামি নজরুল ইসলাম (২৫) পলাতক রয়েছে।

পুলিশের অবস্থান চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - সংবাদ