বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ধানমন্ডি ৩২: হ্যান্ড মাইকে ঘোষণা ‘ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না’

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৫, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইমরান হোসেন রাজ (নিজস্ব প্রতিবেদক):  ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্র-জনতার বিরুদ্ধে।

সেখানে হ্যান্ড মাইকে সাংবাদিকদের ছবি না তুলতে এবং ভিডিও না করতে নিষেধ করা হচ্ছে।

এমন কি তারা অনেকে এসে আমার মোবাইলও চেক করেছে।

ঘটনাস্থল থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সাংবাদিকদের পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশের বাসিন্দাদেরও ছবি-ভিডিও না তুলতে হ্যান্ড মাইকে ঘোষণা করা হচ্ছে।

সকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় গিয়ে ছাত্র-জনতার রোষানলে পড়েন সাংবাদিকরা। কেউ কেউ লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটে।

ধানমন্ডি ৩২ এ ছাত্র-জনতার অবস্থানের ছবি তোলার চেষ্টা করেন ডেইলি স্টারের প্রতিবেদক। তখন তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করতে বাধ্য করা হয়।

সর্বশেষ - সংবাদ