এম ইদ্রিস আলী (খুলনা ব্যুরো): গাজীপুর সিটি কর্পোরেশন এর সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
প্রসঙ্গত, আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি থাকার পাশাপাশি গাজীপুর ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন আসাদুর রহমান কিরণ। পরবর্তীতে সেই সময়ের মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি।
প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম। আর সেই নির্বাচনে টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে আবারও কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের তিন বছর পর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এতে ফের মেয়রের দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ।
৫ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনঅভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়,ইতিমধ্যে অনেক নেতা ভারত পালিয়েছে। ৫ আগষ্টের পর আত্মগোপনে ছিলেন আসাদুর রহমান কিরন নিজেও।অবশেষে ১ লাখ টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে ভারত পালাতে গিয়ে যশোরের শার্শা সীমান্ত থেকে আসাদুর রহমান কিরনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)