বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

নগরকান্দায় সরকারি প্রণোদনার পেঁয়াজের বীজ বপন করে চাষীরা ক্ষতিগ্রস্ত, কৃষকদের বিক্ষোভ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ৪, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মিজানুর রহমান  (ফরিদপুর জেলা সংবাদদাতা) : ফরিদপুরের নগরকান্দায়  সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন পেঁয়াজ চাষিরা। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা।  উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে পাওয়া এসব বীজে গজায়নি অঙ্কুর।

এতে উপজেলার এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।  সমাবেশে কৃষকদের অভিযোগ, তাদের নিম্নমানের বীজ দিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকী দাবি জানান তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে পেঁয়াজ চাষে খ্যাত  নগরকান্দা  উপজেলায় রবি প্রণোদনা হিসেবে ১ হাজার জন কৃষকের মাঝে ১ কেজি করে  বারি-৪ ও তাহেরপুরী জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। প্রতি কেজি পেঁয়াজ বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সারও দেয়া হয়। প্রণোদনা পাওয়া সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কাছ থেকে এসব বীজ ক্রয় করেন উপজেলা কৃষি দপ্তর। সেই বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে  বিতরণ করা হয়।

এ জন্য বিএডিসিকে দায়ী করছেন উপজেলা  কৃষি কর্মকর্তা। উপজেলার নাগারদীয়া গ্রামের কৃষক রফিক মাতুব্বর  বলেন, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে উপজেলা  কৃষি অফিস থেকে বিনামূল্যে এক কেজি পেঁয়াজের বীজ দেওয়া হয় তাকে । কিন্তু বপনের ১৫ দিন পরেও অঙ্কুরোগম হয়নি। শুধু আমি নয়, আমাদের এলাকায় যারা প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করেছিলেন কারও বীজে চারা গজানি। এতে করে  সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছর পেঁয়াজের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’ শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের  পেঁয়াজ চাষী  দেলোয়ার মোল্যা বলেন, সরকারি প্রণোদনার পেঁয়াজের বীজ নিয়ে  আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।

এখন উচ্চ মূল্যের পিয়াজের বীজ ক্রয় করে পুনরায় বোপন  করেছি। এই বীজ তলা তৈরি করে পেঁয়াজ  লাগাতে ২০ থেকে ২৫ দিন পিছিয়ে পড়বো। এতে পেঁয়াজ উৎপাদন কম হবে।  উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ  সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএডিসি থেকে সরবরাহ করা পেঁয়াজের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল।

কিন্তু জমিতে বপনের পর বীজ অঙ্কুরোগম হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিএডিসির নিকট থেকে এ বীজ ক্রয় করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল।  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবীর বলেন, এমন সংবাদ শুনে ইতিমধ্যে আমি সরজমিনের পরিদর্শন করেছি।

তাতে দেখেছি বীজ তলায় বীজ গজায়নি। পরে জেলা প্রশাসক সহ মন্ত্রণালয়ে অবহিত করেছি। এই বীজের মূল্য বিএডিসিকে এখনো পরিশোধ করা হয়নি।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার হামলায় নিহত ৫, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

ঝিনাইগাতীতে বন্যহাতীর আক্রমণে নিহত পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম (জর্জ)

তালার ইউএনও কতৃক সাংবাদি টিপু কে জেল অতঃপর ইউএনও পক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে মানববন্ধন,সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া

দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এইচ এস সি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামের সুব্যবস্থা তথ্য ও সেবা কেন্দ্র

বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার ; হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার

আ.লীগ আমলে পরাজিত প্রার্থীরা মেয়র পদে, যা বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশের অন‍্যতম লোহোজুরি দরবারের ওরশ পালন

রূপগঞ্জে সানরাইজ মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশের ৩৬০ জন মহান অলি আউলিয়ার নাম গুলো দেখে নিন।