জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হলেন নকলার কৃতি সন্তান মোঃ সোহেল নকলার প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো.সোহেল তানভীর ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে মোঃ সোহেল শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। শেরপুর জেলার নকলা উপজেলার (২ নং পৌরসভা)ধুকুড়িয়া গ্রামের সন্তান মোঃসোহেল তানভীর।
এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় নকলার মানুষ আনন্দিত ও গর্বিত।
স্থানীয়দের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবিতে কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা করেন, ভবিষ্যতে তিনি নকলার উন্নয়ন-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। নতুন দায়িত্ব গ্রহণের পর মোঃ সোহেল তানভীর ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংগঠনের নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।