রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

উদ্ভট প্রস্তাব দেবেন না: হাবিব-উন নবী খান সোহেল

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে চান- যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন, তাদের জিজ্ঞেস করতে চাই- বাবার আগে কি সন্তানের জন্ম হয়? উদ্ভট প্রস্তাব দেবেন না।

নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিস্টদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলাসহ জনবান্ধব বিভিন্ন দাবিতে রোববার বান্দবানের ঐতিহাসিক রাজারমাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে হাবিব-উন নবী খান সোহেল বলেন, তারা নির্বাচনের কথা বললেও নির্বাচন পিছিয়ে দিতে চাইবে, নির্বাচন নষ্ট করে দিতে চাইবে। আপনারা যদি তাদের খেলায় নিজেদের শরিক করেন, তাহলে ভয়ঙ্কর পরিণতি কিন্তু অপেক্ষা করছে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, তেমনি আন্দোলনের জন্যও প্রস্তুত। এখনো পর্যন্ত আমরা মনে করি, ড. ইউনূস সাহেব এসেছেন, একজন ভালো মানুষ, পরিচ্ছন্ন নির্বাচন দিবেন। আগামীতে নির্বাচনের প্রস্তুতি নেয়াটাই ভালো। নির্বাচন দিতে টালবাহানা করলে ১৬ বছরের ভোটের অধিকার বঞ্চিতদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামবে।

তিনি বলেন, আমরা পাহাড় সমতল যেখানেই যারা থাকি, মারমা, চাকমাসহ বিভিন্ন জাতি-গোষ্ঠী আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই আজ ঐক্যবদ্ধ। আপনাদের মেয়ে হাসিনা পালিয়ে আপনাদের কাছে চলে গেছে, সীমান্তের ওপার থেকে আর বাংলাদেশকে আঙুলের ইশারায় চালানো যাবে না। এখন সীমান্তে আর কোনো বাংলাদেশীদের হত্যা করা যাবে না, যারা হত্যার চেষ্টা করবেন, তাদের ছেড়ে দেয়া হবে না। আর কোনো ফেলানী সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা যাবে না, যদি তেমন কোনো হয়, তাহলে হত্যাকারীদেরও কাঁটাতারে ঝুলিয়ে রাখা হবে।

তিনি বলেন, ভোট চোর বীর বাহাদুরের গোটা পরিবার দুর্নীতিবাজ। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী বীর বাহাদুর এবং বান্দরবার আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লাকে গ্রেফতার করতে হবে। সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার কালক্ষেপণ করছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, নয়ত বিএনপি নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না৷

জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। অন্যান্যদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা মাম্যাচিং, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ, ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দীন, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, বিএনপির সিনিয়র নেতা জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার প্রমুখ বক্তব্য দেন।

এদিকে জনসভাকে ঘিরে বান্দরবান জেলার সাতটি উপজেলা, চৌত্রিশ ইউনিয়ন ও দুটি পৌরসভা শাখা বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা যোগদান করেন। দীর্ঘ ৭ বছর পর নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা মাম্যাচিং এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী দুভাগে বিভক্ত নেতাকর্মীরা একত্রিত হয়েছে জনসভাস্থলে। খণ্ড খণ্ড মিছিলে জনসভাস্থল পরিণত হয় বিএনপির নেতাকর্মীদের মিলনমেলায়।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আইপিএলে আসছে নতুন ফরম্যাট, বাড়বে ম্যাচ সংখ্যা

রূপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা মোদির

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

মারা গেলেন পরীমনির প্রথম স্বামী

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এইচ এস সি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামের সুব্যবস্থা তথ্য ও সেবা কেন্দ্র

লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার