তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): বর্তমানে প্রযুক্তির যুগে এসে গ্রামীণ খেলাধুলার মধ্যে আনন্দ বিনোদন পাওয়া যেত এমন অনেক খেলাধুলা হারিয়ে গেছে। কিন্তু প্রায় এমন অনেক খেলাধুলা আছে যার মধ্যে ঐতিহ্যবাহী কুস্তি খেলা অন্যতম।
২৫ জুলাই শুক্রবার বিকালে ৩ টা হতে সন্ধ্যা পর্যন্ত এ খেলা হয়।এ ঐতিহ্যবাহী কুস্তি খেলা আটপাড়ার স্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশা বাজারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার আয়োজনে ছিল স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
এ সময় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রফ মাস্টার এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সোনা মিয়া)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার বিএনপির সদস্য সচিব ও মনোনয়ন প্রার্থী আলহাজ্ব ডঃ রফিকুল ইসলাম হিলালী, বিশেষ অতিথি ছিলেন আটপাড়া উপজেলার বিএনপি’র সভাপতি মাসুম চৌধুরী ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ,আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নের সভাপতি- সাধারণ সম্পাদক ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ দূরদূরান্ত থেকে আগত সর্বসাধারণ উপস্থিত ছিলেন।