এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): অপেক্ষার প্রহর শেষ হয়ে উদ্বোধন হলো মওলানা ভাসানী ব্রিজ।
কুড়িগ্রাম চিলমারী- গাইবান্ধা হরিপুর এই সেতুটি ঢাকা-কুড়িগ্রামের দুরত্ব কমাবে ১৩৫ কিলোমিটার। এই অঞ্চলের মানুষের জন্য এটি একটি সম্ভবনাময় সেতু। গাইবান্ধা ও কুড়িগ্রামের সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে এই সেতুটি।সেতুকে ঘিরে সেখানে তৈরি হয়েছে একধরনের বিনোদনকেন্দ্র।
প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন সেতু দেখতে। সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরঘাট এলাকায়। জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। এর অপর প্রান্তে কুড়িগ্রামের চিলমারী ঘাট।
গাইবান্ধা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।