বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাবেক আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির দুই মামলা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৪, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অভিযানের নামে লুটপাট ও ডাকাতির অভিযোগে পল্টন মডেল থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে এতে বিবাদী করা হয়।

গতকাল বুধবার সকালে পল্টন মডেল থানায় বিএনপির ‘মামলা তথ্য ও সংরক্ষণ’ বিষয়ক কর্মকর্তা সালাহ উদ্দীন খান বাদী হয়ে এই দুটি অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলো গ্রহণ করেছেন থানার ওসি সেন্টু মিয়া।

সালাহ উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশ অফিসাররা অনেক মিথ্যা মামলা দিয়েছেন, হয়রানি করেছেন, আমাদেরকে গুম করেছেন। সর্বশেষ ২০২২ সালের একটি ঘটনা নিয়ে এসেছি। পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদি হাসান, বিপ্লব কুমার আমাদের অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সব মালপত্র নিয়ে যান। প্রায় ৪৭ লাখ টাকার মালপত্র লুট করা হয়।

আর তিন লাখ ৫০ হাজার টাকার মালপত্র নষ্ট করেছেন। এসংক্রান্ত মামলার অভিযোগ আজকে আমরা এখানে এফআইআর জমা দিয়েছি। দ্বিতীয়টি ১৬ জুলাই। সেদিন ডিবির হারুন অর রশীদ, ডিএমপির মেহেদি হাসান, বিপ্লব কুমার দাস অস্ত্র তৈরি করার হাতিয়ারসহ বিভিন্ন অবৈধ অস্ত্র, গোলাবারুদ নিয়ে আমাদের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের কক্ষে রাখেন, তৃতীয় তলায় অবৈধ বোমা রাখেন।

একটি নাটক সাজিয়ে তাঁরা বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যান। এই যে তাঁরা (পুলিশ কর্মকর্তারা) অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বোমা রাখলেন, কার্যালয়ের বাইরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখালেন, এরই একটি অভিযোগ নিয়ে আমরা এসেছি। আমরা ডিউটি অফিসার এসআই মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। পরে ওসি সেন্টু মিয়া অভিযোগগুলো গ্রহণ করেছেন। মামলা নম্বর ১ ও ২।

মামলার বিবাদীরা হলেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দাপ্রধান) হারুন অর রশিদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল আলম, হাফিজ আকতার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার (ডিবি) খন্দকার নুরন্নবী, সনজিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশার (ডিএমপি) বিপ্লব কুমার দাস, মেহেদি হাসান, উপ-পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন) তারিক বিন রশিদ, উপ-পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হায়াতুল ইসলাম খান, এডিসি (সোয়াট টিম) জাহিদুল ইসলাম, এসি (মতিঝিল জোন) গোলাম রুহানী, পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া, এসআই (পল্টন মডেল থানা) মিজানুর রহমান।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মে থেকে সারা দেশে ডিম-মুরগির উৎপাদন বন্ধ ঘোষণা

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবসে ৬ জন দুগ্ধ খামারির মাঝে প্রকল্প ঋণের ৬ লক্ষ টাকার চেক বিতরণ

মালয়েশিয়া প্রবাসী মাদারগঞ্জের দুলাল উদ্দিনের মৃত্যু’ পরিবারে শোকের ছায়া

হারিয়ে যাওয়া বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলো খুলনা মেট্রোপলিটন পুলিশ

গাইবান্ধায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা

আইজিপি ব্যাজ পেলেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম

রাজশাহীতে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীতে সেনাপ্রধান

দেশ নেএী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও গন ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধামইরহাটে বিএনপি নেতাদের সঙ্গে পূজা মন্ডপ পরিচালনা কমিটির মতবিনিময়