বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

এক সচিব ও দুই বিভাগীয় কমিশনার নিয়োগ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
অক্টোবর ২৩, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রশাসনে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। এছাড়া দুজন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকা বিভাগে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মো. শহিদুল ইসলাম এনডিসিকে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, ওই সব পদে একমাসেরও বেশি সময় যাবত সচিব ও বিভাগীয় কমিশনার ছিল না।

 

সর্বশেষ - সংবাদ