বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

বোরো ধান নিয়ে বোবা কান্না

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ২২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা  জেলা সংবাদদাতা):  গাইবান্ধা জেলার নিভৃত অঞ্চলের মাঠজুড়ে দুলছিল বোরো ধানখেত। কৃষকরা মনের আনন্দে শুরু করছিলেন কাটা-মাড়াই। এরই মধ্যে অব্যাহত ঝড়-বৃষ্টি। আবহাওয়ার বিরূপ আচরণে নিম্নাঞ্চলের ধানখেত তলিয়েছে পানির নিচে। কারও কারও উঠানে পড়ে আছে কেটে আনা ধান। এই ফসলের ক্ষতির আশঙ্কায় মলিন হয়েছে তাদের সেই আনন্দ।

এখন প্রান্তিক কৃষকদের চোখে-মুখে বোবা কান্নার দৃশ্য! সরেজমিনে গাইবান্ধার সাতটি উপজেলার প্রত্যন্ত এলাকায় দেখা গেছে- বোরো চাষিদের আহাজারির চিত্র। টানা বর্ষণের কবলে অনেকে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না।

আবার কেউবা কেটে আনলেও তা মাড়াই করতে হিমশিম খাচ্ছেন। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে- চলতি বোরো মৌসুমে গাইবান্ধা জেলায় লক্ষ্যমাত্রা ছেড়ে ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে ধানা আবাদ হয়েছে। এ থেকে প্রায় সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ঘরে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। স্থানীয় কৃষকরা বলছেন, গত কয়েকদিন ধরে দিনেরাতে আচমকাই শুরু হয় ঝড়-বৃষ্টিপাত।

প্রতিনিয়ত থেমে থেমে বৃষ্টির কারণে নিচু ভূমির পাকা ধানখেত গলা পানিতে হাবুডুবু খাচ্ছে। এছাড়া নুয়ে পড়ছে পানির ওপরে। এর আগে কিছু সংখ্যক কৃষক জমির ধান কেটে বাড়িতে আনলেও সেগুলোর মাড়াই ও শুকানোর কাজ ঠিকমতো করতে পারছেন না। অব্যাহত ঝড়ে খেতে শিষ থেকে ঝড়ে যাচ্ছে ধান। আবার কেটে বাড়ি নিয়ে আসলেও সঠিক সময়ে মাড়াই-পরিষ্কার ও শুকাতে না পারায় উঠোনেই পড়ে থাকা ধানগুলো গজাচ্ছে গাছ। ফলে উভয় সংকটে চরম উদ্বিগ্ন কৃষকরা। মিনহাজ মিয়া নামের এক কৃষক জানান, দেড় একর জমিতে বোরো আবাদ করেছেন।

গেল বছরের তুলনায় ধানের ফলন ভালো হয়। আশা করছিলেন খরচ বাদে বেশ লাভবান হবেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সংশয়ে আছেন। কৃষক জহির উদ্দিন বলেন, একটা সমিতি থেকে লোন নিয়্যা মুই এবার দুইবিঘাত ধান আবাদ করছোম। জমিত ইগলা ধান পাকিয়া সুন্দুর হচিলো। অল্পেঅ্যানা ধান কাটি বাড়িত আনার সাথে সেদিন থেকে ঝড়ি-বাতাস শুরু হচে। আরও মেলা ধান জমিত আছে।

সিগল্যা আবার পানিতে তলে গেছে। একন বুঝিল ধানগুলা নষ্ট হয় বাহে। গাইবান্ধা কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম জানান, ঝড়-বৃষ্টিপাতে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বোরো ধান ৮০ ভাগ পরিপক্ব হলেই কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন। ইতোমধ্যে ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। দুই একদিন বৃষ্টি না হলে কৃষকের কোনো ক্ষতি হবে না।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাতকানিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে পুন:বহালের দাবিতে মানববন্ধন

ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছে আন্দোলকারীরা: সাদ্দাম

জামালপুরের বকশীগঞ্জে স্কুল ছাত্রীর ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

১০০ স্কুলে সিনথেটিক পিচ বসানো হবে: আসিফ মাহমুদ

মুখ দিয়ে লিখে যশোরের লিতুন জিরা এসএসসিতে পেল জিপিএ-৫

আসনের লোভ দেখিয়ে লাভ নাই, চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্তে যাচ্ছি, এনসিপি নেতা নাহিদ ইসলাম।

রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে আহত চাচার মৃত্যু

নীলফামারী আদালত চত্বরে জনরোষের মুখে নীলফামারী-১ আসনের সাবেক এমপি

শেখ হাসিনার সঙ্গে মুজিবুল হক চুন্নুও হত্যা মামলার আসামি

জামালপুর জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্ক সৃষ্টি