এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ) শেরপুরের সীমান্তে ৩২ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করেছে হলদীগ্রাম বিওপি।
সোমবার (২৬মে) ভোরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানায়, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি’র টহল কমান্ডার হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি’র একটি দল উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা অভিযান চালায়।
এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬হাজার ৪শত ৪৬ মিটার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করা হয়। জব্দ কৃত কাপড়ের দাম ৩২লাখ ২৩হাজার টাকা।